আমি সারিফা খাতুন, বাড়ি মালদা জেলার গাজোলে। নিম্নমধ্যবিত্ত পরিবারের মেয়ে হয়েও উচ্চশিক্ষার তাগিদে লড়াইটা জারি ছিল আমার। আমি রামনগর উচ্চ মাদ্রাসার ছাত্রী। কন্যাশ্রী প্রকল্পে আবেদন করে দীর্ঘদিন যাবত আমি এই স্কিমের টাকাটা পাচ্ছিলাম না।
স্কুলের পাশাপাশি এই ব্যাপারে আমি আমাদের মাননীয় বিডিও, গাজোল মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করতে থাকি বারবার। কিন্তু কোনো সুরাহা হয়নি। হতাশ হয়ে ভেবেছিলাম হয়তো কন্যাশ্রীর টাকাটা পাবোইনা। শেষমেষ ফেসবুকে " বাপ কে বলো " পেজের সন্ধান পায় এবং উনাদের বিস্তারিত ভাবে জানায় আমার সমস্যা। বাপ কে বলো পেজের তরফে আমাকে পুরো বিষয় টি গাইড করে সঠিক জায়গায় জানানোর জন্য বলা হয়। যে সমস্যাটা এতদিন এভাবে পড়ে ছিল এভাবে দ্রুত সমাধান হয়ে যাবে আমি জীবনেও ভাবিনি।আমি অসংখ্য ধন্যবাদ জানাই "বাপ কে বলো" পেজের সকল সদস্য কে,যারা আমাকে ভীষণ ভাবে সাহায্য ও সহযোগিতা করেছেন এবং বহু মানুষকে এই ভাবে সঠিক পথ দেখিয়ে চলেছেন। ধন্যবাদ ও আন্তরিক অভিনন্দন "বাপ কে বলো "।